ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে নৌকাডুবি, বেশ কয়েকজন নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ১৫, ২০১৬
পশ্চিমবঙ্গে নৌকাডুবি, বেশ কয়েকজন নিখোঁজ

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা এলাকায় শনিবার (১৪ মে) ভারতীয় সময় রাত ১২টার পর গঙ্গায় একটি যাত্রীবোঝাই নৌকা ডুবে গেছে। এতে বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

ঘটনার খবর পাওয়ার পরই প্রশাসনিক স্তরে উদ্ধার কাজ শুরু হয়েছে। এছাড়া কয়েকজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

এদিকে রোববার (১৫ মে) সকালে উদ্ধার কাজ ঘিরে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

জানা যায়, ধর্মীয় অনুষ্ঠান শেষ করে কালনা থেকে শান্তিপুরে আসছিল নৌকাটি। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবেছে বলে জানা গেছে। তবে কতোজন যাত্রী নিখোঁজ সে সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারেনি প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।