আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত সীমানা এলাকার ব্রহ্মকুণ্ডে চা প্রক্রিয়াকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকেল ৫টায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ চা প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার।
এ সময় মূখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন- ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক প্রণব দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস সহ অন্যান্যরা।
উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ঘুরে দেখেন।
এই চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৭ কোটি রুপি। এর সম্পূর্ণ অর্থের যোগান দিয়েছে নর্থ-ইষ্ট কাউন্সিল।
অত্যাধুনিক এই চা প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে ঘণ্টায় ২৫০ কেজি চা উৎপাদন করা সম্ভব হবে। প্রাথমিক ভাবে ১২জন দক্ষ শ্রমিক মেশিন চালাবেন।
বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএস