ঢাকা: আর তো মাত্র কিছুক্ষণ! এরপরই অপেক্ষার অবসান ঘটছে বহুল প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলের। শুধু পশ্চিমবঙ্গই নয়, বৃহস্পতিবার (১৯ মে) ভারতের আরও চার রাজ্যের ফলও ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচনের জন্য ছয় দফায় সাত দিন ধরে ভোটগ্রহণ করা হয়েছে। গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় ৫ মে।
শেষ পর্বের ভোট সম্পন্ন হলে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
কেউ বলছেন, মমতাই ফের রাজ্যের হাল ধরছেন। অনেকে বলছেন-না, এবার বামেরা ফিরছে পুরানো রূপে, সঙ্গে জোট। আবার কেউ চাউর করছেন, এবার ক্ষমতায় আসছে বিজেপি।
এ নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যেও।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষাতেই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তূণমূল কংগ্রেসের ফের ক্ষমতায় আসার আভাস পাওয়া গেছে। তবে আশায় বুক বাঁধছেন নির্বাচনে অংশ নেওয়া বিরোধী দলগুলোর নেতা-কর্মীরাও।
এখন দেখার পালা কার ভাগ্যে জুটছে পশ্চিমবঙ্গের মসনদ! ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-বাম জোট নাকি বিজেপির।
এদিকে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন বুথে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিলো। যদিও এড়ানো যায়নি নানা অনিয়মের অভিযোগ, সহিংসতা ও ভোট-পরবর্তী রক্তপাত এবং প্রাণহানির ঘটনা। এরপরও ভোট উৎসবে মেতে উঠেছেন রাজ্যের মানুষ।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা ও পদুচেরি নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে।
**কেরালায় ক্ষমতায় আসছে বামরা!
**জয়ললিতাকে ‘না’, আবারও করুণানিধি!
**কংগ্রেসের দীর্ঘ শাসন হটিয়ে আসামেও আসছে বিজেপি!
**আবার মমতার হাতেই বাংলা!
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমএ/