ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ধেয়ে আসছে ‘রোয়ানু’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ২০, ২০১৬
ত্রিপুরায় ধেয়ে আসছে ‘রোয়ানু’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরাসহ উত্তরপূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূল থেকে ২৪০কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে উড়িশ্যা উপকূলের দিকে ক্রমশ শক্তিশালী হয়ে আসছে ঘূর্ণিঝড়টি।



ঘূর্ণিঝড়টি আগামী ২১ মে রাত অথবা ২২ মে ভোরের দিকে বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করতে পারে বলে আগরতলা আবহাওয়া দফতর জানিয়েছে।

এর জের ধরে শুক্রবার (২০ মে) সকাল থেকে রাজ্য জুড়ে ভারি অথবা অতি-ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল থেকেই রাজ্যের আকাশে মেঘ ছেয়ে আছে। দফায় দফায় বৃষ্টিও হচ্ছে। বৃষ্টির জেরে রাজ্যের উত্তর জেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

শরণার্থী শিবির ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।