আগরতলা: ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ওই তিনজনকে আদালতে তোলেন।
আটককৃত তিন বাংলাদেশি হলেন- খালেদ আহমেদ (৩৮), সাহিন আলম (৩৩), ইব্রাহিম চৌধুরী(২৮)। তারা সবাই মৌলভীবাজারের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ মে (রোববার) রাতে সিপাহীজলা জেলার ধনপুর সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। রাতেই সোনামুড়া থানার পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পায় পুলিশ।
আটককৃতরা জানায়, তারা বৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। কিন্তু পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে যে এই নামে কোন বাংলাদেশি বৈধভাবে ভারতে প্রবেশ করেনি।
পুলিশ সূত্রে জানা যায়, ভিভিআইপি ব্যক্তিদেরই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়। আর কেনই বা তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের সোনামুড়া থানা থেকে সিপাহীজলা জেলা পুলিশ কর্মকর্তার অফিসে এনে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনা শুনে আগরতলা থেকে ছুটে আসেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা, তারাও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। তবে পুলিশ তদন্তের স্বার্থে এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।
আগামী ২৭ মে (শুক্রবার) আবারও তাদেরকে আদালতে তোলা হবে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ২৫, ২০১৬
জিসিপি/এমজেএফ