ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উপ হাইকমিশনের উদ্যোগে কলকাতায় রবীন্দ্র-নজরুল স্মরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
উপ হাইকমিশনের উদ্যোগে কলকাতায় রবীন্দ্র-নজরুল স্মরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় কবি নজরুল ইসলামের গানের সুরে ভেসে গেল কলকাতার কলামন্দিরের কলাকুঞ্জ সভাঘর।
 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (২৯ মে ) সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন।


 
অনুষ্ঠান চলাকালে কখনও রবি ঠাকুরের গানে স্রোতাদের মন্ত্রমুগ্ধ  করলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, আবার কখনও কাজী নজরুলের গানের ভেলায় শ্রোতাদের ভাসিয়ে নিয়ে গেলেন নজরুলসঙ্গীত শিল্পী ফতেমা তুজ জেহারা।
 
এর সঙ্গে ছিল কবি পৌত্র অরিন্দম কাজির গিটারের সুর। সেই সুরের মূর্ছনায় প্লাবিত হোল কলাকুঞ্জের প্রতিটি কোনা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখের উপ হাইকমিশনার জকি আহাদ। তিনি বলেন বাঙালি জাতির সঙ্গে এই দুই মনিষী গভীরভাবে জড়িয়ে আছেন। তাদের ছাড়া সাহিত্যের অঙ্গন অসম্পূর্ণ।
 
অরিন্দম কাজী বলেন, কাজী নজরুলকে শুধু বিদ্রোহী কবি যেরকম ভাবা উচিত নয়, আবার ওনার রচনা সৃষ্টি মূল শক্তি কিন্তু বিদ্রোহ থেকেই শুরু। খুশির বিষয় দুই বাংলায় নজরুলের যতগুলো খণ্ড হয় সবই প্রকাশ পেয়েছে। তবে নজরুলকে আরও বেশি চর্চা করা দরকার। উনি একজন সৃষ্টির উৎস, যার মধ্যে সব রকমের রসদ আছে।
 
এই মনোঞ্জ অনুষ্ঠানে দর্শক সমাগম ছিল যথেষ্ট। পরিবেশনায় গুণমুগ্ধ দর্শকরা তাদের করতালি আর প্রশংসায় ভরিয়ে দেন শিল্পীদের।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ভি.এস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।