কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা হতে চলেছেন কংগ্রেস নেতা ও বরিষ্ঠ বিধায়ক আবদুল মান্নান।
জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে বসে পরিষদের দলনেতা হিসেবে তার নাম ঠিক করেন।
বিধানসভা নির্বাচনে আসন প্রাপ্তির ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে কংগ্রেস সামনে এসেছে। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দল ছিল সিপিএম।
কংগ্রেসের ৪৪ জন বিধায়ক মুখবন্ধ খামে তাদের পছন্দের পরিষদীয় দলনেতার নাম উচ্চতর নেতৃত্বের কাছে জমা দিয়েছিলেন।
দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরই পরিষদীয় আবদুল মান্নান কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করেন।
এরপর তিনি সিপিএম বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোটের অন্যতম উদ্যোক্তা ছিলেন আবদুল মান্নান।
মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা তেও বিরোধীদের জোট বজায় থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা,৩০ মে , ২০১৬
ভিএস/এমএ