ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ম্যালেরিয়া আক্রান্ত এলাকা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ম্যালেরিয়া আক্রান্ত এলাকা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: এ বছরও ত্রিপুরা রাজ্যের উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

রাজ্যের ধলাই জেলার অন্তর্গত গন্ডাছড়া মহকুমা ও লংতরাইভ্যালি মহকুমায় এর প্রভাব পড়েছে বেশি।


সোমবার (৩০ মে) গন্ডাছড়া মহকুমা পরিদর্শন করেছেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী।

এ সময় স্বাস্থ্য দফতরের প্রধান সচিব এম নাগারাজুসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিকে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি হাসপাতালে ম্যালেরিয়া রোগের ওষুধ রয়েছে। কলকাতা থেকে আরও ওষুধ আনানো হচ্ছে।

তাই কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।