আগরতলা: বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ভারতের ত্রিপুরায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলায়।
ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতর ও ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য দফতরের উদ্যোগে রাজধানীর বিবেকান্দ স্টেডিয়ামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, প্রধান স্বাস্থ্য সচিব এম নাগারাজু, ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশের চিফ মেডিকেল অফিসার রাবেল হেমেন্দ্র কুমারসহ অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে ছেলে-মেয়েরা তামাকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উপর নৃত্য পরিবেশন করেন।
আগরতলা ছাড়াও এদিন রাজ্যের অন্যান্য মহকুমায় তামাকের বিরুদ্ধে সচেতনতা বিষয়ক মিছিল, আলোচনা সভা ও পথ-নাটক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জিসিপি/এমএ