আগরতলা: ত্রিপুরা রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ দিন দিন বাড়ছে। ধলাই জেলার পাশাপাশি এখন পার্শ্ববর্তী খোয়াই জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ম্যালেরিয়া দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় খোয়াই জেলার উত্তর ঘিলাতলী ও মহারানীপুর এডিসি ভিলেজ থেকে তিনজন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীকে কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে।
আক্রান্ত রোগীরা হলেন- অর্ণ দেববর্মা, রণজিৎ দেববর্মা ও ধন কুমার দেববর্মা।
ডা. রেশমী দেববর্মা বাংলানিউজকে জানান, আদিবাসী অধ্যুষিত গ্রামীণ এলাকায় ম্যালেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা পেতে ডিডিটি স্প্রে করাসহ মশারি বিতরণ করা হচ্ছে।
গ্রামীণ এলাকায় আরও অনেক জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।
হাসপাতালে ভর্তি ম্যালেরিয়া রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের অভিযোগ, স্থানীয় এলাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সবসময় ডাক্তার উপস্থিত থাকেন না। আবার ডাক্তার থাকলেও সবসময় ওষুধ পাওয়া যাচ্ছে না। এ সব কারণে আক্রান্ত রোগীদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জিসিপি/এএ