কলকাতা: ইন্ডিয়ান মিউজিয়ামে রমজান উপলক্ষে বিশেষ ইসলামিক শিল্পকলার প্রদর্শন শুরু হচ্ছে মঙ্গলবার (০৭ জুন)। এ প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে সাতটি ভারতীয় ইসলামি সংস্কৃতির স্মারক।
ইসলামি সংস্কৃতির স্মারকগুলো হলো- তাঞ্জোর থেকে আনা প্রান্ত সুগন্ধির তামার পাত্র, মুর্শিদাবাদের রুপোর সুরাদান, মুলতান মসজিদের মিনারের অনুকরণ, পাঞ্জাবের আরবি হরফে লেখা মাটির পাত্র, ফুলের নকশা করা পাত্র ও নস্তালিক যুক্ত মাটির পাত্র, উত্তরপ্রদেশের তিলহারের তামার অলঙ্কৃত পাত্র। নস্তালিক হলো এক ধরনের আরবি ক্যালিগ্রাফি।
বিভিন্ন সময়ে ইন্ডিয়ান মিউজিয়ামে মহিষাসুরমর্দিনী, বৌদ্ধ শিল্পকলা ও গণেশ প্রভৃতি নিয়ে প্রদর্শনী হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
ভিএস/ওএইচ/আরআই