ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা পুলিশের ৮৩তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ত্রিপুরা পুলিশের ৮৩তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা পুলিশের ৮৩তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট ৫শ’ ৫৪ জন পুলিশ কনস্টেবল পাসিং আউটের মধ্য দিয়ে তাদের কর্মজীবনে প্রবেশ করেন।

 

বৃহস্পতিবার (জুন ৯) পশ্চিম জেলার নরসিংগড়ের কে টি দি সিং পুলিশ একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্থানীয় বিধায়ক হরিচরণ সরকার, ত্রিপুরা পুলিশের মহা-নির্দেশক কে নাগরাজ, পুলিশের আইন-শৃঙ্খলা শাখার আই জি অনুরাগ ধ্যানকরসহ অন্য পুলিশ কর্মকর্তারা।

শুরুতে মুখ্যমন্ত্রী জিপে করে মাঠে দাঁড়ানো পুলিশকর্মীদের প্রদক্ষিণ করেন। পরে নতুন পুলিশ সদস্য, মুখ্যমন্ত্রীসহ অন্য অতিথিদের সালাম জানিয়ে প্যারেড করেন। প্যারেডে অংশগ্রহণকারী পুলিশকর্মীদের সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী তাদের পুরস্কার দেন। এদিন একটি স্মরণিকাও প্রকাশ করা হয়।

নতুন পুলিশ সদস্যরা দেশ-রাজ্যের অখণ্ডতা ও দায়বদ্ধতা রক্ষার শপথ নিয়ে কাজে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নতুন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তারা যেন তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
জিসিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।