ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার খোয়াই সীমান্তে চলাফেরার ওপর নিষেধ‍াজ্ঞা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ত্রিপুরার খোয়াই সীমান্তে চলাফেরার ওপর নিষেধ‍াজ্ঞা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলাপ্রশাসক অপূর্ব রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫শ’ মিটার এলাকায় চলাফেরার ওপর কিছু বিধি নিষেধ জারি করেছেন।

ওই সীমান্ত এলাকায় স্থানীয় সময় রাত ৮টা থেকে পর দিন সকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সামরিক, আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশ সদস্যরা এই বিধি নিষেধের আওতায় পড়বে না।

এছাড়া খোয়াই পুলিশ সুপার, খোয়াই মহকুমা প্রশাসক থেকে অনুমোদন প্রাপ্ত ব্যাক্তি, সরকারি কাজে নিয়জিত ব্যাক্তি এবং রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোন ব্যক্তি এই আদেশ অমান্য করলে আইপিসি’র ১৮৮ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হবেন। এই আদেশ (২ আগস্ট) মঙ্গলবার পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।