ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার নদীপথে যুক্ত হচ্ছে ভারত-বাংলাদেশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
এবার নদীপথে যুক্ত হচ্ছে ভারত-বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের গোমতী নদী ও বাংলাদেশের মেঘনা নদীর মধ্যে মাঝারি আকারের জাহাজ চলাচল করবে। এই বিষয়ে ভারত সরকার ইতিমধ্যে সম্মত হয়েছে।

 

সম্প্রতি পানিসম্পদ দফতরের এক প্রতিনিধি দল সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে গোমতী জেলার উদয়পুর পর্যন্ত গোমতী নদীর পাড় সরজমিনে ক্ষতিয়ে দেখেন।

পানিসম্পদ দফতর সূত্র জানায়, গোমতী নদীর নাব্যতা বাড়াতে হবে। গোমতী নদীর ড্রেজিং’র জন্য ব্যায় ধরা হয়েছে ২০ কোটি রুপি। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারের পানিসম্পদ দফতরকে। সোনামুড়া থেকে উদয়পুর পর্যন্ত ৫৪ কি: মি: নদী পথে মোট ৫টি ঘাট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বলা যাবে এই ঘাটগুলো কোথায় কোথায় স্থাপন করা হবে।

সূত্র আরো জানায়, অক্টোবর মাস নাগাদ নদীতে ড্রেজিং’র কাজ শুরু হয়ে যাবে। তবে প্রথম অবস্থায় বছরের পাঁচমাস নদীপথে জাহাজ চলবে। মূলত নদীতে যখন পানি বেশি থাকে তখন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।