আগরতলা: অবশেষে বাংলাদেশ হয়ে ত্রিপুরা এসে পৌঁছেছে ট্রানজিটের প্রথম চালানের পণ্য।
রোববার (১৯ জুন) স্থানীয় সময় বিকেলে আখাউড়া সীমান্ত দিয়ে চারটি ট্রাকে করে এ পণ্যগুলো ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছায়।
প্রতিটি ট্রাকে করে আসে লোহার রড। ট্রাকগুলোতে প্রায় ৮০ টন রড আসে বলে জানান বাংলাদেশের এক শ্রমিক।
সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশের কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে উভয় দেশের কর্মকর্তারা এক সঙ্গে মিলে ছবিও তোলেন।
বাংলাদেশ হয়ে এ পণ্য রাজ্যে এসে পৌঁছায় খুশি ব্যবসায়ী মহল। তারা বলছেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আরবি/আইএ