ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দিলীপ সরকারের বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১৬
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দিলীপ সরকারের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা বিধানসভার সদস্য পদ ইস্যুতে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক দিলীপ সরকার।

 

সোমবার (২০ জনু) দুপুরে বিধানসভায় অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করে আসেন দিলীপ।

সম্প্রতি দিলীপ সরকারসহ রাজ্যের কংগ্রেস দলীয় ছয় বিধায়ক একসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এতে ক্ষুব্ধ হয়ে রাজ্য কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা ছয় বিধায়ককে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে বিধানসভার অধ্যক্ষকে তাদের বিধায়ক পদও খারিজের আবেদন জানিয়ে চিঠি পাঠান।

চিঠির জবাবে অধ্যক্ষ জানান,  ছয় বিধায়কের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। তারই প্রেক্ষিতে দিলীপ সরকার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

বৈঠক শেষে বেরিয়ে আসার সময় দিলীপ সাংবাদিকদের বলেন, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বামফ্রন্টের অনৈতিক জোটের প্রতিবাদে দল ত্যাগ করেছি। এর বাইরে কোনো চাপ নেই।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।