আগরতলা: আন্তর্জাতিক যোগ দিবস (২১ জুন) উপলক্ষে টানা ৪৮ ঘণ্টা ধরে যোগা করে যাচ্ছেন আগরতলার এক শারীরিক শিক্ষক।
রোববার (১৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় আগরতলার মঠ চৌমুহনী এলাকার ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা স্কুলের শিক্ষক শারীরিক শিক্ষক খোকন দেববর্মার এই যোগা, প্রাণায়াম ও আসন প্রদর্শন।
প্রতি ঘণ্টায় ১০ মিনিটের জন্য তিনি বিরতি নিচ্ছেন এবং তখন পানি ও ফল গ্রহণ করছেন। এই যোগা, প্রাণায়াম ও আসন প্রদর্শন শেষ হবে মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৬টায়।
যোগা প্রদর্শনের মাঝে শারীরিক শিক্ষক খোকন দেববর্মা বাংলানিউজকে বলেন, সমাজকে নেশামুক্ত করা, বিশেষ করে যুবশক্তিকে রক্ষা করা, ভ্রাতৃত্ব ও শান্তি-সম্প্রীতি রক্ষা করার আহ্বানকে সামনে রেখে এই যোগা প্রদর্শন করছি।
মানুষ যেন ফাস্টফুডে ডুবে থাকা থেকে বেরিয়ে আসতে পারে সে আহ্বানও রাখেন খোকন দেববর্মা। তার মতে, ফাস্টফুডের কারণে বাড়ছে মানুষের রোগবালাই।
বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসআরএস/এইচএ/