আগরতলা: ১৫ বছর ধরে প্রেম! এরপর সাতপাঁকে বাধা পড়লেন পরেশ (৮০) ও মায়া (৬৫)। ভালোবাসার কাছে হার মেনেছে তাদের বয়স।
ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত বেতাঘা গ্রামে বাসিন্দা পরেশ যৌবনে একবার বিয়ে করেছিলেন। বিয়ের পর তার ঘরে একটি ছেলে হয়। কিন্তু কিছু দিন পর তার স্ত্রী মারা যান। ছেলেকে তিনি একাই বড় করে তোলেন। ছেলে বড় হয়ে তাকে ছেড়ে চলে যান। এই অবস্থায় পরেশ আবার একা হয়ে যান।
একা জীবন কাটাতে কাটাতে প্রায় ১৫ বছর আগে পাশের সোনাইছড়ি গ্রামের মায়া বসাক’র সঙ্গে পরিচয় হয়। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ পায়। টানা ১৫ বছর ধরে চলে তাদের প্রেম।
অবশেষে তারা সিদ্ধান্ত নেন চার হাত এক করার, তাদের এই সিদ্ধান্তের খবর পেয়ে খুশির জোয়ার বয়ে যায় দুই গ্রামে এবং সোমবার (২০ জুন) রাতে গ্রামবাসীর সহযোগিতায় ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়।
জীবনের শেষলগ্নে এসে বিয়ের পিঁড়িতে বসতে পেরে খুশি মায়া অপরদিকে আবার সর্বক্ষণের সঙ্গী পেয়ে নিশ্চিন্ত পরেশ।
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৬
পিসি/