আগরতলা: বুধবার (২২ জুন) আগরতলার বাধারঘাট এলাকায় নির্মাণাধীন পানি শোধনাগার পরিদর্শন করলেন ত্রিপুরার নগর উন্নয়ন দফতরের মন্ত্রী মানিক দে এবং পানি জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী রতন ভৌমিক।
এ সময় তাদের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, বিধায়ক রামু দাস সহ অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন শেষে নগর উন্নয়ন দফতরের মন্ত্রী মানিক দে সংবাদ মাধ্যমকে জানান আগামী সেপ্টেম্বর মাস নাগাদ এই পানি শোধনাগারটি চালু করা হবে। এটি চালু হলে আগরতলা পুরনিগমের দক্ষিণাঞ্চলের একটি বড় অংশের মানুষের খাবার পানির সমস্যা মিটে যাবে।
মন্ত্রী আরও জানান পানির সমস্যা সমাধানে আগরতলায় আরও ৫টি নতুন পানি শোধনাগার তৈরি করা হবে এবং ১১টি ওভারহেড পানির ট্যাঙ্ক তৈরি করা হবে। এর জন্য ২৪৫ কোটি রুপি খরচ হবে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমজেডআর/আরআই