আগরতলা: তিন দিনের ত্রিপুরা সফরে এসেছেন ভারত সকারের গৃহ মন্ত্রণালয়ের সচিব সুশীল কুমার।
শুক্রবার (২৪ জুন) তিনি আগরতলা এসে পৌঁছান ও মহাকরণে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন- ত্রিপুরার মুখ্য সচিব ওয়াই পি সিং, ত্রিপুরা পুলিশের ডিজি কে নাগরাজ, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ), সীমান্ত এলাকার রাস্তা নির্মাণ সংস্থা (বিআরও) কর্মকর্তাসহ রাজ্যের আট জেলার জেলা প্রশাসক।
সচিব সুশীল কুমার শনিবার (২৫ জুন) রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়া ও সাব্রুম সীমান্ত এলাকা পরিদর্শনে যান। ২৬ জুন (রোববার) সিপাহীজলা জেলার সোনামুড়া সীমান্ত এলাকা পরিদর্শন করে তিনি রাজ্য ত্যাগ করার কতা রয়েছে।
সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে আলোচনা করতে তার ত্রিপুরা সফর বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জিসিপি/বিএস