আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট দার্শনিক, রাজন্য শাসিত ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশর মাণিক্য বাহাদুর’র রাজসভার পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা’র ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৬ জুন) আগরতলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার সুবিমল ভট্টাচার্য্য, বিশিষ্ট লেখক ও গবেষক ড. দেবব্রত দেবরায়, প্রাবন্ধিক ও কবি ড. আশিষ কুমার বৈদ্যসহ অন্যরা।
নীল আকাশ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার পরিচালক তথা পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা’র প্রপৌত্র শান্তনু শর্মা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত অতিথিরা পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা’র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত, কবিতা পাঠসহ কথা মালা অনুষ্ঠিত হয়। রাজ্যের এ কৃতি সন্তানের স্মরণ অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেডএস