ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী জাভেদ খানসহ কলকাতার বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন ইফতারের আগে বাংলাদেশ-ভারতের জনগণসহ উপস্থিত সবার সুখ, সমৃদ্ধি ও শান্তির জন্য মোনাজাত করা হয়।

এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে জাপান ও আমেরিকার কূটনীতিকরা বেশ আনন্দিত হন।

এসময় উপ হাইকমিশনার জকি আহাদ বলেন, বাংলাদেশ উপ হাইকমিশনের ইফতার এক মেলার চেহারা নিয়েছে। তিনি ইফতারে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
ভিএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।