কলকাতা: ঢাকার গুলশানের আর্টিজান রেস্তরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার বিরুদ্ধে মুখ খুলো পশ্চিমবঙ্গের অন্যতম বিরোধীদল সিপিএম।
সিপিএম পলিটব্যুরো সদস্য মোহম্মদ সেলিম এক বিবৃতি বলেন, ‘ওপার বাংলার পাশে এপার বাংলা, স্বাধীনতাতেও ছিলাম সম্প্রীতেও আছি।
বিবৃতে আরও বলা হয় ‘শান্তিতেও থাকবো, সন্ত্রাসবাদ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেই আমরা বাঁচবো’। বিবৃতিতে গুলশান হামলার তীব্র নিন্দা জানানো হয়।
সিপিএম রাজ্য কমিটির সদস্য ড. সুজন চক্রবর্তী এক টুইট বার্তায় সন্ত্রাসবাদের সঙ্গে সংগ্রামরত বাংলাদেশের মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি টুইট বার্তায় জানান, কঠোর সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা কয়েকটি জঙ্গিগোষ্ঠী কেড়ে নিতে পারবে না।
এর আগে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম ছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সামাজিক সংগঠন এই বর্বর আক্রমণের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সহমর্মিতা জানান।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
ভিএস/জিসিপি/এএ