ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সীমান্ত থেকে পৌনে ৩ কোটি টাকার বিভিন্ন সামগ্রী জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ত্রিপুরা সীমান্ত থেকে পৌনে ৩ কোটি টাকার বিভিন্ন সামগ্রী জব্দ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পাচারকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

জুন মাসে পাচারবিরোধী অভিযানে নেমে বিএসএফ দুই কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৬৫৩ রুপি মূল্যের পণ্যসামগ্রী জব্দ করে।

পাচার সামগ্রীর মধ্যে রয়েছে বনজ সম্পদ, গাঁজা, শাড়ি, বস্ত্র সামগ্রী, গবাদি পশু এবং ফেনসিডিল।

বিএসএফ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মূলত উত্তর জেলার ইয়াকুব নগর, চুরাইবাড়ী, ঊনকোটি জেলার টিলা বাজার, রাঙাউটি, মাগরুলি, সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর, কমলাসাগর, ধনপুর, আশাবাড়ী, কুলুবাড়ী, বলেরডেপা, নির্ভয়পুর ইত্যাদি এলাকা দিয়ে পাচারকালে এসব সামগ্রীগুলো জব্দ করা হয়।

এর মধ্যে বাংলাদেশে পাচারকালে দুই কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৯১৩ রুপি মূল্যের সামগ্রী ত্রিপুরা থেকে আটক করা হয়।

বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে পাচারের সময় ধরা পড়ে চার লাখ ৯৩ হাজার ৭৪০ রুপি মূল্যের সামগ্রী। এ সময়ে বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে বিএসএফের হাতে ধরা পড়ে ৩ বাংলাদেশি এবং ৯জন ভারতীয় নাগরিক।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।