আগরতলা: ত্রিপুরা সরকার রাজ্যের সব সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের চার শতাংশ করে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ হলো ৮৩ শতাংশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জনান অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।
তিনি আরও জানান, রাজ্য সরকারের চুক্তিবদ্ধ কর্মচারীদেরও নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে। এর জন্য রাজ্য সরকারের বার্ষিক ১শ’ ৩৪ কোটি ৪০ লাখ রুপির প্রয়োজন হবে।
এ বছরের ১ জুলাই (শুক্রবার) থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলেও জানান ভানু লাল।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
জিসিপি/আইএ