ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাণিজ্য পদ্ধতির সরলীকরণ করবে বিবিআইএন চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বাণিজ্য পদ্ধতির সরলীকরণ করবে বিবিআইএন চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বিবিআইএন চুক্তি ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) কলকাতায় আয়োজিত বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) বিজনেস ফোরামে তিনি বলেন, গত বছরের জুনে সড়ক পরিবহনের বিষয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ চুক্তি দক্ষিণ এশিয়ার বাণিজ্যকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে।
 
আইটি, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি ও কৃষিজাত পণ্যের বাণিজ্য সম্ভাবনার দিকে জোর দেন আবদুল মাতলুব আহমাদ। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি অঞ্চলকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে যে বিপুল বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে সে কথাও জোরের সঙ্গে স্মরণ করিয়ে দেন তিনি।
 
এ প্রসঙ্গে ভিসা এবং যাতায়াতের সরলীকরণের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এফবিসিসিআই সভাপতি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেপাল, ভুটান ও ভারতের প্রতিনিধিরা।

শুক্রবার (১৫ জুলাই) শিলিগুড়িতে এ বাণিজ্য সভার দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে শুরু হবে বিবিআইএন বিজনেস এক্সপো, চলবে রোববার (১৭ জুলাই) পর্যন্ত।

** বিবিআইএন বিজনেস ফোরামের যাত্রা শুরু

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
ভিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।