ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় পাম্প অপারেটর ইউনিয়নের গণঅবস্থান কর্মসূচি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
ত্রিপুরায় পাম্প অপারেটর ইউনিয়নের গণঅবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার পাম্প অপারেটরদের স্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ, কর্তব্যরত অবস্থায় কোনো অপারেটরের মৃত্যু হলে পরিবারের একজনকে সে পদে নিয়োগসহ চার দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে গণ ডেপুটেশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের সদস্যরা।

সংগঠনের সদস্যরা প্রথমে আগরতলার অফিসলেন এলাকার সিআইটিইউ’র কার্যালয়ের সামনে এসে মিলিত হন। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন রাজপথ অতিক্রম করে আস্তাবল ময়দানে এসে মিলিত হয়। পরে তারা আস্তাবল ময়দানে একদিনের গণঅবস্থানে বসেন।

এই গণঅবস্থান স্থল থেকে একটি প্রতিনিধিদল অর্থ দফতরের সচিবের কাছে গিয়ে চার দফার দাবির স্বারকলিপি তুলে দেন।

এ সময় গণঅবস্থান থেকে জানানো হয়, সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।