ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার দক্ষিণ জেলায় উন্নয়নে নানা পরিকল্পনা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
ত্রিপুরার দক্ষিণ জেলায় উন্নয়নে নানা পরিকল্পনা ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলায় এবছর মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনা’য় (এমজিএনরইজিএ) মোট ৩১ শ্রম দিবস কাজ সম্পূর্ণ হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৬৩ কোটি ৭৮ লাখ ৫৬ হাজার রুপি।

 

এর মাধ্যমে রাস্তার পাশে ১১৫কি.মি, নদীর পাশে ৬১ কি.মি এবং ৭৫ হেক্টর টিলা ভূমিতে বাঁশ লাগানো হয়েছে। সেই সঙ্গে ১৯৭ হেক্টর জমিতে কৃষি ভিত্তিক বনায়ন ও পাশাপাশি ১৭৪ হেক্টর জমিতে তুঁত চাষ করা হচ্ছে। এতে করে এই কর্মসূচিতে ৩৯৭ জন সুবিধা ভোগী উপকৃত হবেন। এছাড়াও ৫৮৩ হেক্টর জমিতে ফল বাগানও সংস্কার করা হবে বলেও জানা যায়।

এদিকে, জেলার মোট ৮০৫টি পরিবারকে পানের বরজ তৈরি করে দেওয়ার কাজ চলমান রয়েছে। এছাড়াও এক হাজার কানি কৃষি জমির উন্নয়নের লক্ষ্যে ১৭৫টি শ্যালো পাম্প বসানোর পরিকল্পনা নিয়েছে ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান’ (এমজিএনরইজিএ)।  

জেলার সাড়াসীমা এলাকায় নলেজ রিসোর্স সেন্টার তৈরির কাজ এগিয়ে চলছে। এসব কাজের জন্য ব্যয় ধরা হয়েছে দুই কোটি ২৮ লাখ রুপি।

পাশাপাশি ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান’ (এমজিএনরইজিএ) এর মাধ্যমে বৃষ্টির পানি ধরে সংরক্ষণের জন্য পরিকাঠামো তৈরি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ জেলা শাসকের অফিসের তরফে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।