ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অতিথিদের তথ্য জানাতে কড়া বার্তা কলকাতা পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
অতিথিদের তথ্য জানাতে কড়া বার্তা কলকাতা পুলিশের

কলকাতা: অতিথিদের নিরাপত্তা এবং সামগ্রিক সুরক্ষার কথা মাথায় রেখে বিদেশি অতিথি রাখার অনুমতি আছে এ ধরনের হোটেলগুলোকে কড়া বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।
 
কলকাতা পুলিশের তরফে এসব হোটেল ও গেস্ট হাউজগুলোকে বিশেষ কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা যায়, প্রতিটি হোটেল এবং গেস্ট হাউজকে বিদেশি অতিথিদের ছবি ও পরিচয় পত্রের কপি কলকাতা পুলিশকে পাঠাতে হবে। এ বিষয়ে কলকাতা পুলিশ একটি সফটওয়্যার প্রতিটি হোটেলে বাধ্যতামূলক করেছে।
 
বলা হয়েছে প্রতিটি অতিথির ছবি পাঠাতে হবে কলকাতা পুলিশকে। কোনোভাবেই পরিচয়পত্র ছাড়া এবং পরিচয়পত্রের ফটোকপি নিয়ে রুম ভাড়া দেওয়া যাবে না। একটি রুমে একজনের বেশি মানুষ থাকলে সেক্ষেত্রে প্রত্যেকেরই পরিচয়পত্র বা পাসপোর্ট দেখে নিতে হবে।
 
প্রতিটি হোটেল বা গেস্ট হাউজের রিসিপশনে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র বিদেশি অতিথিদের ক্ষেত্রেই নয়, প্রত্যেক অতিথির ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য। এছাড়া কাউকে সন্দেহ হলেই পুলিশকে জানাতে বলা হয়েছে।
 
কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকার বাস্তব পরিস্থিতিতে নজরদারি করে দেখা গেছে, একাধিক হোটেল ও গেস্ট হাউজে ডাটাবেজ রাখার ব্যবস্থা ভালো নয়। আবার বড় হোটেলগুলোতে এ তৎপরতা যতটা আছে গেস্ট হাউসগুলোতে তার চেয়ে কম।

কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হার্ট রিসার্চ, পিয়ারলেস হাসপাতাল, ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল এলাকার বেশ কিছু সাধারণ বাড়িকে গেস্ট হাউজ হিসেবে ভাড়া দেওয়া হয়। অনেকক্ষেত্রেই বাড়ির মালিক বাড়িগুলোতে থাকেন না।
 
সেখানে এ ধরনের নিরাপত্তার যথেষ্ট ঢিলেঢালাভাব। এ ধরনের বাড়িগুলোর কর্মচারীদের তরফে নিরাপত্তার নিয়ম মানা হচ্ছে বলে দাবি করা হলেও অনেকক্ষেত্রই দেখা গেছে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই।
 
এসব এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন অনেক বাড়ি আছে যেখানে একটি রুমে অতিথি রাখা হয়। বাকি রুমে থাকেন বাড়ির সদস্যরা। অনেকক্ষেত্রেই বাড়ির মালিকরা পুলিশের কাছে নিজেদের বাড়িতে অতিথি রাখার তথ্য প্রকাশও করেন না। ফলে নিরাপত্তার বলয়ের বাইরে থেকে যাচ্ছে বাড়িগুলো।
 
তাই সার্বিক নিরাপত্তার কারণে এ বিষয়ে অতিথিদের তথ্য চেয়ে সাহায্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।