ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মদের কারখানা ভেঙে দিলো পুলিশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ত্রিপুরায় মদের কারখানা ভেঙে দিলো পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় ‍‍অবৈধ দুটি মদের কারখানা ভেঙে দিলো খোয়াই থানা পুলিশ। এ সময় নষ্ট করা হয়েছে ৬শ লিটার মদ।

  

 

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে খোয়াইয়ের এস ডি পি ও শ্যামানন্দ শর্মার নেতৃত্বে খোয়াই থানার পুলিশ ও আবগারি দফতর’র কর্মকর্তারা যৌথ অভিযান চালান খোয়াই থানাধীন সিপাহী হাওর গ্রামের মুড়াবাড়ী এলাকায়।

অভিযান চালানো হয় মুড়াবাড়ীর বাসিন্দা প্রদীপ দের্ব্বমা ও খগেন্দ্র ত্রিপুরার বাড়িতে। অভিযান চালিয়ে নষ্ট করা হয় দেশি মদ তৈরির হাড়ি সহ মদ তৈরির সামগ্রী। সেই সঙ্গে দুই বাড়ী থেকে বিক্রির জন্য মজুদ রাখা ৬শ লিটার দেশি মদ নষ্ট করা হয়।
 
যদিও দুই বাড়ি থেকে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, পুলিশ আসার খবর পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।