আগরতলা: দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে আগামী রোববার (জুলাই ৩১) ভিত্তি প্রস্তর স্থাপিত হতে যাচ্ছে আগরতলা-আখাউড়া প্রস্তাবিত রেল সংযোগের।
ভারতের রেল মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি পঠিয়েছে ত্রিপুরার পরিবহন মন্ত্রণালয়ের কাছে।
শনিবার (২৩ জুলাই) এ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আগরতলা রেলস্টেশনে যান পরিবহন মন্ত্রী মানিক দে ও মন্ত্রাণালয়ের অন্যান্য কর্মকর্তারা। এ সময় মন্ত্রী রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।
এই ভিত্তিপ্রস্তার স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, পরিবহন মন্ত্রী মানিক দে, মুখ্যসচিব ওয়াই পি সিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পাশাপাশি ওই দিন আগরতলা রেলস্টেশন থেকে দিল্লির মধ্যে একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালু হবে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জিসিপি/আরআই