কলকাতা: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বন্যায় প্লাবিত হয়েছে ১৫০টি গ্রাম। এতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন প্রায় ৫৮ হাজার মানুষ।
গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে একদিকে যেমন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অন্যদিকে নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে।
এদিকে, কয়েকদিনের বন্যায় বিভিন্ন এলাকায় অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জলপাইগুড়ির বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। ওই জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- কালচিনি, কুমারগ্রাম ও ডাবগ্রাম।
জানা গেছে, জলপাইগুড়ি জেলা সংলগ্ন সাবেক ছিটমহল এলাকা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য ৪৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
সিকিম ও ভুটানে টানা বৃষ্টির ফলেই এ বিপর্যয় বলে সরকারি সূত্রে জানা গেছে। জলপাইগুড়ি শহরেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙেছে বলে লোকমুখে শোনা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ভি.এস/জেডএস