ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সূত্রের মাধ্যমে জানা গেছে, সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি বেশ কিছু সংখ্যক নারী সদস্যকেও মঙ্গলবার (২৬ জুলাই) মোতায়েন করা হয়েছে।
 
মনে করা হচ্ছে ঢাকার কল্যাণপুরের ঘটনার পর সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা ও পুলিশ বিভাগকেও সতর্ক করা হয়েছে।
 
কোনোভাবেই জেন জঙ্গিরা ভারতে আশ্রয় নিতে না পারে সেদিকে নজর রাখতেই এ তৎপরতা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।