কলকাতা: শক্তিমান বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে কলকাতার বেলভিউ হাসপাতালে মহাশ্বেতার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান সেখানে ছুটে যান মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম ও ইন্দ্রনীল সেন।
এই খবর পেয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, মহাশ্বেতার মৃত্যু আমার কাছে অভিভাবক হারানোর শামিল।
অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন বলেন, মহাশ্বেতা দেবীর লেখনী এবং তার জীবন ছিলো একইরকম।
তৎক্ষণাৎ টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। দিল্লি সফর কাটছাঁট করে ফিরে এসে মুখ্যমন্ত্রী শোক বলেন, মহাশ্বেতার মৃত্যুতে গোটা বাংলায় শোকের ছায়া নেমে এসেছে।
‘তিনি চলে যাওয়া বাংলার একজন অভিভাবকের চলে যাওয়ার শামিল। মহাশ্বেতা দেবীর চলে যাওয়ার ফলে বাংলা সাহিত্যে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ভিএস/জিসিপি/এইচএ/