আগরতলা: জ্বালানির সীমিত ভাণ্ডারের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে বিকল্প জ্বালানি ব্যবহারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টিকে মাথায় রেখে ত্রিপুরা রাজ্যে প্রচলিত বিদ্যুতের পাশাপাশি সৌর বিদ্যুতের দিকে জোর দেওয়া হচ্ছে।
সম্প্রতি ত্রিপুরার পশ্চিম জেলায় তিনটি প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপন করা হয়েছে।
নজরুল ছাত্রাবাসে পাঁচ হাজার ওয়াট, ড. বি. আর. আম্বেদকর ছাত্রাবাসে পাঁচ হাজার ওয়াট এবং জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ১০ হাজার ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে।
শিগগিরই পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ১০ হাজার ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্লান্ট বসানো হবে।
এর ফলে লোডশেডিংয়ের সমস্যা থেকে মুক্তির পাশাপাশি বিদ্যুতের প্রচলিত উৎসের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি দীনদয়াল উপাধ্যায় জ্যোতি যোজনায় পশ্চিম জেলার ৬ হাজার ৫শ’ দরিদ্র পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
ত্রিপুরা সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতরের পক্ষ থেকে এ তথ্য জানা জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেডএস