ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জলের গুণগত মান নিয়ে আগরতলায় প্রশিক্ষণ কর্মশালা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
জলের গুণগত মান নিয়ে আগরতলায় প্রশিক্ষণ কর্মশালা

আগরতলা: জলের গুণগত মানের বিষয়ে মঙ্গলবার (০২ আগস্ট) আগরতলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা সরকারে পূর্ত দফতরের পানীয় জল ও জনস্বাস্থ্য বিধান বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানীয় জল ও জনস্বাস্থ্য বিধান বিভাগের মন্ত্রী রতন ভৌমিক।

এছাড়াও উপস্থিত ছিলেন দফতরের ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ নাথ, অধ্যাপক অরুণাভ মজুমদার, অধ্যাপক কে জে নাথসহ অন্যরা।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত মন্ত্রীসহ অন্য অতিথিরা একটি স্মরণিকার মোড়কও উন্মোচন করেন।

রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত কর্মশালায় রাজ্যের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।