ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছয়দফা দাবিতে ত্রিপুরায় মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মিছিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
ছয়দফা দাবিতে ত্রিপুরায় মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মিছিল

আগরতলা: মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত ছয়দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরায় বিক্ষোভ-মিছিল করেছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন, রাজ্য কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগরতলা কার্যালয় লেন এলাকায় বিক্ষোভ-মিছিল করেন তারা।

মিছিলটি শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

দাবিগুলো হলো, ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা, মাদ্রাসা কলেজ স্থাপন, রাজ্যের ১২৯ এসপিকিউইএম মাদ্রাসাকে গ্রান্ট-ইন-এইড’র অন্তর্ভুক্ত করা, রাজ্যে কামিল মাদ্রাসা স্থাপন, মাদ্রাসাকে মাইনরিটি ইন্সটিটিউট ঘোষণা ও মাদ্রাসায় পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া।

মিছিল শেষে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহ আলম সাংবাদিকদের জানান, দাবি আদায়ের লক্ষ্যে ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা করলে তিনি তাদের আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।