ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাওড়া স্টেশনের নিচ দিয়ে চলবে মেট্রো রেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
হাওড়া স্টেশনের নিচ দিয়ে চলবে মেট্রো রেল ফাইল ফটো

কলকাতা: মাটির উপরে চলবে ট্রেন আর নিচে দিয়ে আসা-যাওয়া মেট্রো রেল-এমনটাই হতে চলেছে কলকাতায়।

বিস্তর আলোচনা ও নানা কারিগরী দিক বিবেচনা করে  অবশেষে হাওড়া স্টেশনের নিচ দিয়ে মেট্রো চলাচলের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।


 
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাটির নিচ দিয়ে লাইন নির্মাণের সময় যাতে হাওড়া রেলওয়ে স্টেশনসহ আশপাশের স্থাপনায় যাতে কোনো ক্ষতি না হয়-এ বিষয়টি নিয়ে নানা আলোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সুরঙ্গ কাটার সময় কম্পনের বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে একটি বিশেষ ‘সেন্সর’ও লাগাবে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, প্রায় ৬শ’ মিটার সুরঙ্গ হাওড়া স্টেশনের তলা দিয়ে কাটা হবে। এই সুরঙ্গ গিয়ে পড়বে গঙ্গার সামনে।
গঙ্গার তলায় সুরঙ্গ কেটে তার মধ্য দিয়ে লাইন নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা আগেই ঘোষণা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

তবে এখনও কিছু ছাড়পত্রের জন্য আটকে আছে গঙ্গার তলায় সুরঙ্গ কাটার কাজ। ছাড়পত্র পেতে দেরি হওয়ায় দৈনিক ৩০ থেকে ৪০ লাখ রুপি খরচ বাড়ছে।

তবে মেট্রো প্রকল্পের কর্মকর্তারা বলেন, শিগগির এ বিষয়ে ছাড়পত্র মিলবে আশা করি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।