কলকাতা: কলকাতায় শুরু হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার’। বৃহস্পতিবার (১১ আগস্ট) মেলার উদ্বোধন করেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের কার্যকরী উপ হাই কমিশনার মইনুল কবির।
মেলায় বাংলাদেশের ১৮টি বেসরকারি মেডিকেল কলেজ অংশগ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ডেল্টা মেডিকেল কলেজ, প্রেসিডেন্ট আবুল হামিদ মেডিকেল কলেজ।
এছাড়াও মেলায় অংশগ্রহণকারী মেডিকেল কলেজগুলোর মধ্যে রয়েছে জেড এইচ শিকদার ওমেন মেডিকেল কলেজ, কুমুদিনী ওমেন মেডিকেল কলেজ, এডি-ডিন ওমেন মেডিকেল কলেজ, এডি-ডিন-সাকিনা মেডিকেল কলেজ, আশিয়ান মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, সিলেট ওমেন মেডিকেল কলেজ, সাউদান ওমেন মেডিকেল কলেজ প্রমুখ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ উপ হাই কমিশনের চ্যান্সেলর অমর ফারুখ খান (এডুকেশন অ্যান্ড স্পোর্টস) বলেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর সামাজিক এবং অর্থনীতিক দিকে গোটা বিশ্বের নজর কেড়েছে। বাংলাদেশের জিডিপি ৭ শতাংশ ছুঁয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে মোট ১১১টি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে ৬০টির বেশি বেসরকারি মেডিকেল কলেজ। এ থেকেই বাংলাদেশের মেডিকেল শিক্ষার উন্নতির দিক বোঝা যায়। তিনি কম বাজেটে মেডিকেল পড়াশোনার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।
তিনি জোর দিয়ে বলেন, শুধু বৈদেশিক মুদ্রা অর্জন করার লক্ষ্যে নয়, আশপাশের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়াই শিক্ষার আদান-প্রদানের মূল লক্ষ্য।
সাউদান মেডিকেল কলেজের ম্যানেজিং ডিরেক্টর ড. নুরুল আলম চৌধুরী বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলো বাংলাদেশের স্বাস্থ্য সেবায় সক্রিয় ভূমিকা রাখছে। তিনি উচ্চমানের শিক্ষার দিকটি তুলে ধরেন।
বিএমএসআরআই’র অন্যতম ট্রাস্টি ড. সামসুন নাহার বলেন, কলকাতার শিক্ষার্থীদের কাছে এ সুযোগ তুলে ধরার জন্যই মেলার আয়োজন।
এডি-ডিন ওমেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. আতিকুর রহমান বলেন, কলকাতা তথা পশ্চিমবঙ্গের উচ্চমানের ছাত্রদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ সম্পর্কে অবহিত করতে তারা একান্ত আগ্রহী।
মেলার আয়োজক ‘নিইডস এডুকেশন’র তরফে জানানো হয়েছে, এনিয়ে দ্বিতীয়বার কলকাতায় মেলার আয়োজন করা হয়েছে। পশ্চিমবাংলা ছাড়া আসাম, কাশ্মীর, ভারতের উত্তর-পূর্ব, কেরল, তামিলনাড়ু থেকে শিক্ষার্থীদের ভালো সাড়া পাওয়া যায়। শুধুমাত্র কলকাতার আশেপাশের অঞ্চল থেকে ২০১৫ সালে ২৫০ জন ছাত্রছাত্রী বাংলাদেশে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন।
২০১৬ সালে তাদের লক্ষ্য ৪০০ জন। আয়োজকদের আশা এ কাজে তারা সফল হবেন। ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেলা।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ভিএস/জেডএস