আগরতলা: ওয়ার্কিং জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরায় সাংবাদিকদের নিয়ে কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) আগরতলায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়।
আয়োজকদের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের প্রবীণ সাংবাদিকদের পুষ্পস্তবক ও শাল দিয়ে সংবর্ধিত করা হয় ।
অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, নব্বইয়ের দশকে ভারতে বেসরকারি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া আসার পর থেকে সংবাদ মাধ্যম শক্তিশালী হয়েছে। এর ফলে সাংবাদিকরাও আরো বেশি শক্তিশালী হয়েছেন।
তিনি আরো বলেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ সংবাদিকদের ত্রুটি বিচ্যুতি নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারছেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন- ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ, আজকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক অরুন্ধতী মুখার্জি ও ২৪ঘণ্টা চ্যানেলের সিনিয়র প্রডিউসার মৌপিয়া নন্দী, সংগঠনের সভাপতি দিবাকর দেবনাথ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
জিসিপি/বিএস