ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বিলোনিয়ায় ৬ দিনব্যাপী যাত্রা কর্মশালা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
ত্রিপুরার বিলোনিয়ায় ৬ দিনব্যাপী যাত্রা কর্মশালা

আগরতলা: যাত্রাপালা শিল্পকে বিনোদনের প্রাচীনতম শিল্প হিসেবে পরিগণিত করা হয়। আধুনিককালের সব মনোরঞ্জন শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এ শিল্প।

মূলত শীতকালে গ্রামীণ এলাকায় মাঝে মধ্যে যাত্রার আয়োজন করা হলেও শহরাঞ্চলের নতুন প্রজন্মের অনেকেই এ শিল্পের কথা জানেন না।
এবার তাই হারিয়ে যেতে বসা শিল্পকে পুনর্জীবিত করার জন্য উদ্যোগী ত্রিপুরা সরকার।

এ উপলক্ষে আগামী ২১ আগস্ট থেকে ছয় দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হচ্ছে দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়াতে। বিলোনিয়া টাউন হলে আয়োজিত কর্মশালায় কলকাতা থেকে অংশ নেওয়া স্বনামধন্য যাত্রা শিল্পীরা এতে প্রশিক্ষণ দেবেন।

বিলোনিয়া পুরপরিষদ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদ এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে এ কর্মশালার।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট  ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।