ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিংয়ে ধূমপান ও প্লাস্টিক নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
দার্জিলিংয়ে ধূমপান ও প্লাস্টিক নিষিদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ে পরিবেশ রক্ষার ক্ষেত্রে কড়া হল পশ্চিমবঙ্গ সরকার। দার্জিলিংয়ে নিষিদ্ধ করা হল ধূমপান ও প্লাস্টিকের ব্যবহার।

প্রশাসনের তরফে জানান হয়েছে প্রকাশ্য ও জনবহুল স্থানে ধূমপায়ীদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ কড়া আইনানুগ ব্যবস্থা কার্যকর করা হবে।
 
প্রশাসনের পক্ষ থেকে ধূমপান ও প্লাস্টিক ব্যবহার রুখতে একটি কমিটিও গঠন করা হয়েছে। কিভাবে এ নিয়ম কার্যকর করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে। একদিকে ব্যাপক প্রচারে নামবে পশ্চিমবঙ্গের পরিবেশ অধিদফতর।
 
নিয়ম মানা না হলে আর্থিক জরিমানা করা হবে অভিযুক্ত ব্যক্তিকে। বিষয়টি জনসাধারণের মধ্যে প্রচার করতে মাইকের সাহায্যে প্রচার চালানো হবে বলেও জানান হয়।
 
পাহাড়ে প্লাস্টিক জমে দুষণ বাড়ছে, এ অভিযোগ অনেক দিনের। এ আইনকে পরিবেশ প্রেমীরা স্বাগত জানিয়েছে। প্রকাশ্যে বা জনবহুল স্থানে ধূমপানের নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে অনেকদিন আগেই ছিল, কিন্তু অভিযোগ সবসময় এ নিয়ম কড়াভাবে পালন করা হয় না। তবে দার্জিলিং-এর পরিবেশ বাঁচাতে এই নির্দেশ কড়া ভাবে পালন করা হবে বলে প্রশাসনের তরফে জানান হয়েছে।
 
পরিবেশ প্রেমীদের মতে, এর ফলে দার্জিলিংয়ের পরিবেশ অনেকটাই উন্নতি হবে, যা পাহাড়ের পরিবেশ রক্ষা করার জন্য আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।