ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা। জীবনের সব পর্বেই মানুষের জন্য কাজ করে গেছেন তিনি।

নয় মাসের যুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের মানুষের প্রেরণা।

বুধবার (১৭ আগস্ট) কলকাতার পশ্চিমবঙ্গ বাঙলা একাডেমির সভা ঘরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদ‍ৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান বলেন, বঙ্গবন্ধুর খুনিদের অনেকেই এখনও ধরা পড়েনি। তাদেরই একটি অংশ বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

‘বঙ্গবন্ধুর চিন্তা ও মতাদর্শ যদি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারা যায়, তাহলে ভবিষ্যতে সমূহ বিপদ অপেক্ষা করছে। তাই তার চিন্তা ও আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

আরেক আলোচক অধ্যাপক পবিত্র সরকার বলেন, ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর আবেদন জনগণকে দেশ স্বাধীন করতে উদ্বুদ্ধ করেছিলো। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস তিনি ছিলেন বাংলাদেশের মানুষের প্রেরণা।

অনুষ্ঠানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, বঙ্গবন্ধু তার জীবনের সব পর্বেই মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা।

১৫ আগস্ট প্রসঙ্গে সাংবাদিক মানস ঘোষ বলেন, বাংলাদেশ থেকে বাঙালি জাতীয়তাবাদ মুছে দেবার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জীবন ও রাজনীতি’ শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপ হাইকমিশনার মো. মাইনুল কবীর।

অনুষ্ঠানের শুরুতে ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১৭ আগস্ট , ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।