আগরতলা: বাংলাদেশ ও প্রবাসী বাঙালিদের জন্য ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ‘আকাশবাণী মৈত্রী’ নামে একটি চ্যানেল চালু করছে। আগামী ২৩ আগস্ট চ্যানেলটি যাত্রা শুরু করবে।
বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় একথা জানান ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু।
তিনি জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুর্খাজি চ্যানেলটির উদ্বোধন করবেন। চ্যানেলটি দু’দেশের মধ্যে সৌহার্দ্যের এক সেতু হিসেবে কাজ করবে।
হাসানুল হক ইনু জানান, ২০২০ সালে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। এটি নির্মাণে ভারতের সহযোগিতার আহ্বান জানানো হলে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহযোগিতার সম্মতি জানান।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য সামর্থ্য বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মশালা, দুই দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারীকদের মধ্যে বিনিময় কর্মসূচি এবং দূরদর্শন ও বাংলাদেশের টেলিভিশনের মধ্যে বিনিময় কর্মসূচি প্রভৃতি বাস্তবায়নের বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন উভয় দেশের মন্ত্রী।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অজয় মিত্তল এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারীকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জেডএস