ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় উদযাপিত হচ্ছে রাখি বন্ধন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
কলকাতায় উদযাপিত হচ্ছে রাখি বন্ধন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের সঙ্গে মিল রেখে কলকাতায় উদযাপিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। এ উপলক্ষে কলকাতার প্রতিটি বাড়িতে ভাইদের হাতে প্রথা অনুযায়ী রাখি বেঁধে দিয়ে তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছেন বোনরা।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে প্রতিটি এলাকায় রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে। বাড়ি ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দেখা গেছে রাখি বন্ধন উৎসবের আমেজ। উৎসবে সামিল হয়েছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষও।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা বালুরঘাট এলাকার নারীরা বিএসএফ সদস্যদের হাতে রাখি বেঁধে তাদের সুরক্ষা এবং দীর্ঘায়ু কামনা করেন।

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যেও রাখি বন্ধনের আয়োজন করা হয়।

অপরদিকে, কলকাতার বিভিন্ন এলাকায় বিদ্যালয়ের ছাত্রীরা কলকাতা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে রাখি বেঁধে দেন। এছাড়াও কলকাতার একাধিক এনজিও থেকে বিভিন্ন বৃদ্ধাশ্রমে উৎসবের আয়োজন করা হয়।
মূলত ভারত এবং নেপাল এ দু’দেশে ব্যাপকভাবে রাখি বন্ধন উৎসব হয়ে থাকে। যদিও এ উৎসবের শুরু নিয়ে মতভেদ আছে। তবে মহাভারতে দ্রৌপদী কৃষ্ণের হাতে রাখি বাঁধার উল্লেখ পাওয়া যায়।

শুধু মহাকাব্যে নয় ইতিহাসের পাতায়ও কিছু বিখ্যাত রাখি বন্ধনের উল্লেখ আছে। এর মধ্যে মেবারের রানি করুণাবতীর মোগল সম্রাট হুমায়ুনের হাতে রাখি বাঁধার উল্লেখ পাওয়া যায়।

জানা যায়, আলেকজান্ডারের স্ত্রী রোকসানা মহারাজ পেরুকে রাখি পাঠিয়েছিলেন। তবে ভারতে রাখি বন্ধনকে জনপ্রিয় করে তোলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে রাখি শুধুমাত্র ধর্মীয় উৎসব বা ভাই-বোনদের মধ্যে সীমাবদ্ধ নেই। এ উৎসব সম্প্রতি ও শান্তির প্রতীকে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।