ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘সেইন্ট’ উপাধি পাচ্ছেন মাদার তেরেসা, আগরতলায় কর্মসূচি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
‘সেইন্ট’ উপাধি পাচ্ছেন মাদার তেরেসা, আগরতলায় কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: মানুষের সেবার জন্য সারাজীবন নিজেকে নিয়োজিত রাখার স্বীকৃতিস্বরূপ মাদার টেরেসাকে ৪ সেপ্টেম্বর ইতালির রোমে পোপ ফ্রান্সিস ‘সেইন্ট’ উপাধিতে ভূষিত করবেন।  

এ উপলক্ষে সারাবিশ্ব জুড়ে উদযাপন করা হবে নানা কর্মসূচি।

ত্রিপুরা রাজ্যেও বিশেষ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  

দুইদিনের এ কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হবে একটি পিস র‌্যালি। এ র‌্যালির নেতৃত্বে থাকবেন এ এম সির মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা। এ দিনই মাদার টেরেসা সম্পর্কিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।  

১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুল সহ আরও কিছু সংস্থা মিলে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর আগরতলায় দুই দিনব্যাপী এ কর্মসূচি উদযাপন করবে।  

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকদের তরফে এ খবর জানানো হয়।

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  বিশপ লুম্যান মন্তেরও, সিস্টার সেলিনা ডি কোনফা, শান্তনু শর্মা, তন্ময় রায় চৌধুরী, জয়ন্ত দেবনাথ ও রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।  

আলবেনিয়া বংশোদ্ভুত মাদার তেরেসা ৮৭ বছর বয়সে ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন। জনহিতৈষী কাজের জন্য ১৯৭৯ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সারাজীবন তিনি দরিদ্র, অসুস্থ ও নিপীড়িত জনগোষ্ঠীর জন্য কাজ করে গেছেন।

এর আগে এক ভারতীয় নারীকে পেটের টিউমার থেকে সারিয়ে তোলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ২০০৩ সালে পোপ জন পল দ্বিতীয় কর্তৃক মাদার তেরেসা আশীর্বাদ ধন্য হন। পোপের আশীর্বাদ পেতে অন্তত একটি অলৌকিক ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন। আর সেইন্ট উপাধি পাওয়ার ক্ষেত্রে এ আশীর্বাদ প্রথম পদক্ষেপ। এই উপাধি পেতে অন্তত দু’টি অলৌকিক ঘটনা নিশ্চিত হওয়ার শর্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট  ১৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।