কলকাতা: পথ নিরাপত্তা সম্পর্কে জনগণকে সচেতন করতে কলকাতার বিভিন্ন সড়কে নেমে প্রচারণা চালিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার(১৮ আগস্ট) ‘সেফ ড্রাইভ , সেভ লাইফ’ এই স্লোগানকে সামনে রেখে মধ্য কলকাতার বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন তিনি।
মিছিলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ কলকাতা পুলিশ, কলকাতার ট্রাফিক পুলিশের কর্মীরা এবং সাধারণ মানুষ অংশ নেয়।
এর আগে তিনি হেলমেট বিহীন চালকের কাছে জ্বালানি তেল বিক্রয় না করার পাশাপাশি কলকাতার বেশ কিছু উড়ালপুলে রাতে বাইক চালানো নিষিদ্ধ করেন।
মছিল শেষে মুখ্যমন্ত্রী তার ভাষণে পথ নিরাপত্তার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ভিএস/আরএইচএস