ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তেরঙ্গা যাত্রা র‌্যালি অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ত্রিপুরায় তেরঙ্গা যাত্রা র‌্যালি অনুষ্ঠিত

আগরতলা: ভারতীয় জনতা দলের (বিজেপি) উদ্যোগে ত্রিপুরা রাজ্যে চলছে তেরঙ্গা যাত্রা। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এ যাত্রা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ আগস্ট) বিকেলে আগরতলায় এক বাইক র‌্যালি আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি।

র‌্যালিটি রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেবসহ অন্যান্য রাজ্য নেতারা।

র‌্যালির শুরুতে সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগানো, দেশের স্বাধীনতা আন্দোলনে শহিদদের স্মরণ করাই হল তেরঙ্গা যাত্রা’র মূল উদ্দেশ্য।

আগরতলার পাশাপাশি এদিন রাজ্যের প্রতিটি জেলাতেও এ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে বলেও জানান বিপ্লব কুমার দেব।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, আগস্ট  ২০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।