কলকাতা: ৪১তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছরের ২৫ জানুয়ারি।
শনিবার (২০ আগস্ট) কলকাতা বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুক সের্লাস গিল্ড’ এর পক্ষ থেকে এ কথা জানানো হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বই মেলার। ২৫ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এ বইমেলা।
প্রতিবারের মতো এবারও কলকাতার ই এম বাইপাস সংলগ্ন ‘মিলন মেলা’ প্রাঙ্গণে এ বই মেলা অনুষ্ঠিত হয়। বই মেলার সঙ্গেই চলবে ‘কলকাতা লিটারেরি ফেস্টিভ্যাল’।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু মাত্র বইমেলা নয়, সাড়া বছর ধরেই ‘পাবলিশার্স অ্যান্ড বুক সের্লাস গিল্ড’ বই নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
শারদ উৎসবকে সামনে রেখে ‘শারদীয়া বুক’ ‘গ্রামে গ্রামে বইমেলা, ‘বারোমাস বইমেলা’ ‘মামাদের বইমেলা’ ছাড়াও গিল্ডের পক্ষ থেকে প্রকাশনা শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়।
গিল্ডদের পক্ষ থেকে আগামী বছরের এ বই মেলাকে সফল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ভিএস/ওএইচ/