ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঝড়ে লণ্ডভণ্ড ত্রিপুরার খোয়াই জেলার আমতলী গ্রাম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ঝড়ে লণ্ডভণ্ড ত্রিপুরার খোয়াই জেলার আমতলী গ্রাম

আগরতলা: ঝড়ে ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত আমতলী গ্রামে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২১ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় বয়ে যায় খোয়াই জেলার আমতলী গ্রামের ওপর দিয়ে।

ঝড়ের দাপটে ভেঙে পড়ে বহু গাছপালা। সুপারিসহ অন্যান্য গাছ ভেঙে ঘরবাড়িসহ বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ছিড়ে যায় বিদ্যুতের তার। ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

রাস্তার ওপর গাছ ভেঙে পড়ায় দীর্ঘসময় খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরুদ্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট  ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।